বাঁকুড়ায় বাঘবন্দি খেলা,ঘুমাপাড়ানি গুলি কি আদৌ বাঘিনির গায়ে লেগেছে? নজর বনকর্মীদের। গোঁসাইডিহিতে জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। কিন্তু সেই গুলি কি আদৌ বাঘিনির গায়ে লেগেছে? নজর বনকর্মীদের। ট্র্যাঙ্কুলাইজার আদৌ কাজ করছে কিনা, খতিয়ে দেখছে বন দফতর। আগুন জ্বেলে জঙ্গল ঘিরে তল্লাশি চলছে।
Last Updated: Dec 28, 2024, 19:11 IST


