North 24 Parganas: শারীরিক অসুস্থতা নিয়ে সাগর বিবিকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিনই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ সময় ধরে চলা অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডা: পলাশ বিশ্বাস এবং আনেসথেটিস ডা: এন.সি. মল্লিক সহ বিশেষ দল।
Last Updated: May 19, 2025, 22:36 IST