সকালে ব্রেকফাস্টে পেটাই পরোটা থেকে ইডলি-ধোসা কিংবা সন্ধ্যার মুখরোচক স্ন্যাকসে চিকেন পকোড়া, চিলি চিকেন-ফ্রাইড রাইসের মতো কম্বো, বিভিন্ন ভ্যারাইটির মোমো কী না পাওয়া যায় এখানে! বেশ কয়েকশো কিলোমিটার গিয়ে ডেকার্স লেনে ভিড় ঠেলে খাবার প্রয়োজন নেই। এক টুকরো ডেকার্স লেনের স্বাদ পাবেন জঙ্গলমহলে।
Last Updated: Nov 11, 2025, 15:49 IST


