কারোর কাছে তিনি সোনা দা আবার কারোর কাছে তিনি সোনা কাকু বা দাদু। দীর্ঘ ৪০ বছর ধরে রবীন্দ্রনাথের বোলপুর শ্রীনিকেতনের বকুলতলায় দিন কাটাচ্ছেন সনাতন ধারা। যাকে সবাই সোনা দা নামে চেনেন। সোনাদা রুজিরুটি বলতে ঠেলাগাড়ির মধ্যে মুড়ি ঘুগনির দোকান। মাথার উপর ছাদ বলতে শুধুমাত্র এক চিলতে আকাশ। প্রকৃতির কোলে সোনাদার মুড়ি ঘুগনির দোকান।
Last Updated: November 26, 2025, 20:29 IST