বৈধ বালিখাদানেও অবৈধ কাজ। সিসিক্যামেরা থাকলেও, নেই বিদ্যুৎ সংযোগ। একই চালান হাতবদলে হচ্ছে গাড়ি গাড়ি বালিপাচার। সরকারি নিয়মকে ফাঁকি দিয়েই অভিনব উপায়ে চলছিল কাটোয়ার ওই খাদান। তা বন্ধ করে দিয়েছে ভূমি সংস্কার দফতর। বন্ধ করা হয়েছে অজয় নদের দুটি অবৈধ খাদানও।
Last Updated: Dec 06, 2018, 13:12 IST


