#Egiye Bangla: স্বাধীনতার পর প্রথম বাসস্ট্যান্ড পেল সাঁইথিয়া, খুশি সাধারণ মানুষ

Bangla Editor | News18 Bangla | 12:22:40 PM IST Oct 23, 2019

বীরভূমের সাঁইথিয়া শহরের বাইরে তৈরি হয়েছে আধুনিক বাস টার্মিনাস। এই বাস টার্মিনাসে প্রায় একশটি মত বাস দাঁড়ানোর সুবিধা আছে। শহরের বাইরে বাস টার্মিনাস তৈরি হওয়ায় যানজট এড়ানো গিয়েছে। যাত্রীরাও আধুনিক বাস টার্মিনাস পেয়ে খুশি।

লেটেস্ট ভিডিও