Tiger: নদীর পাড়ে হলুদ-কালো ডোরা....সুন্দরবন এলেই দেখা মিলছে বাঘের

Last Updated : দক্ষিণবঙ্গ
আবারও বাঘের দর্শন পেল সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকেরা। কথায় বলে সাপের লেখা আর বাঘের দেখা মেলা ভাগ্যের ব্যাপার। কলকাতা থেকে আসা আট জনের পর্যটকের দল তারা সজনেখালি থেকে বৈধ পাস নিয়ে সুবল গায়েনের বোর্ড এ এবং বিক্রমাদিত্য মণ্ডলের দক্ষ গাইডে সুন্দরবনের সজনেখালি জঙ্গলে যাওয়ার পর- সেখান থেকে ফেরার পথে বিশাল আকারে রয়েল বেঙ্গল টাইগার তারা দেখতে পায়। সঙ্গে সঙ্গে তা ক্যামেরা বন্দী ও করেন তারা। আর এমনি বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার দেখে তারা নিজেদের কে ভাগ্যবান বলে মনে করছেন।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Tiger: নদীর পাড়ে হলুদ-কালো ডোরা....সুন্দরবন এলেই দেখা মিলছে বাঘের
advertisement
advertisement