Rajarhat News: কোনও ঘরের ছাদ থেকে খসে পড়ছে চাঙড়। কোনও ঘরে জানলা ভাঙা। রাজারহাটের প্রাইমারি স্কুলে পদে পদে বিপদ। তাই দু’টো ঘরে ক্লাস হয় না। বাকি চারটে ঘরে কোনওরকমে ৬টা ক্লাসের পড়শোনা। স্কুলে কমছে পড়ুয়া।