পুরুলিয়ায় পঞ্চায়েত বোর্ড গঠনের বলি ১, জয়পুরে মৃত্যু বিজেপি কর্মীর

Bangla Editor | News18 Bangla | 03:53:28 PM IST Aug 28, 2018

পুরুলিয়ার জয়পুরে পঞ্চায়েত বোর্ড গঠনে রক্তপাত, মৃত্যু। পুলিশের গুলিতে দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগ তুলেছে বিজেপি। রঘুনাথপুরে বোর্ড গঠনেও তুমুল বোমাবাজি হয়।

মুড়ি-মুড়কির মতো বোমা পড়ছে। উর্ধ্বশ্বাসে দৌড়। পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই পুরুলিয়ার জয়পুরে ধুন্ধুমার। চলে গুলি।

অশান্তির আশঙ্কায় জয়পুরের ঘাগরা পঞ্চায়েত সংলগ্ন এলাকায় আগেভাগেই ১৪৪ ধারা জারি হয়। তবুও এড়ানো গেল না অশান্তি। পঞ্চায়েতের বোর্ড তৈরির আগে পুলিশের সঙ্গে একপ্রস্থ খণ্ডযুদ্ধ হয় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ পুলিশের গুলিতেই মারা যান তাঁদের কর্মী নিরঞ্জন গোপ। আরও দুজন গুলিবিদ্ধ হন। গণ্ডগোল থামাতে গিয়ে এক পুলিশকর্মী ও এক ইএফআর জওয়ান আহত হন।

পুরুলিয়ার রঘুনাথপুরেও কার্যত একই পরিস্থিতি। রঘুনাথপুরের চোরপাহাড়ি পঞ্চায়েতের বোর্ড গঠন চলাকালীন বোমাবাজি হয়। আতঙ্ক ছড়াতে গ্রামে বোমাবাজি দুষ্কৃতীদের। শেষ পর্যন্ত ঘাগরা ও চোরপাহাড়ি পঞ্চায়েতে বোর্ড গঠন করে শাসক দল। ঘাগরার অশান্তির জন্য তৃণমূল বিরোধীদের দিকে আঙুল তুলেছে। তৃণমূলের অভিযোগ ঘাগরায় বিজেপিকে সঙ্গে নিয়ে বামেরা অশান্তি বাধায়। ঘাগরায় গুলি চালানো সম্পর্কে অবশ্য জেলা পুলিশ সুপার প্রতিক্রিয়া দিতে চাননি।

লেটেস্ট ভিডিও