Bongaon News: মৃতদেহের গলায় কীসের দাগ, সৎকারের আগেই সন্দেহ পুরোহিতের! বনগাঁর শ্মশানে ছুটে এল পুলিশ, দেখুন ভিডিও

Last Updated : দক্ষিণবঙ্গ
শ্মশানে নিয়ে আসা মৃতদেহের গলায় দাগ দেখে সন্দেহ হল পুরোহিতের৷ সেই সূত্রেই থমকে গেল মৃতদেহের সৎকার৷ শ্মশানে এসে মৃতদেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগণার বনগাঁয়৷ রবিবার বিকেলে ধ্রুব কুণ্ডু নামে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃতদেহ সৎকারের জন্য বনগাঁর ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি মহাশ্মশানে শ্মশানে নিয়ে আসা হয়৷ দাহ করবার আগে শ্মশানের কর্মচারীরা কাগজপত্র পরীক্ষা করে পুরোহিতকে ধর্মীয় আচার সম্পন্ন করবার জন্য পাঠায়। তখনই মৃতদেহের গলায় একটি দাগ দেখে সন্দেহ হয় শ্মশানের পুরোহিতের৷ তিনি বিষয়টি শ্মশানের কর্মচারীদের জানান৷ শ্মশান থেকে বিষয়টি জানানো হয় বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে৷ তিনি খবর দেন বনগাঁ থানায়৷ কিছুক্ষণের মধ্যেই শ্মশানে হাজির হয় পুলিশে৷ দাহকাজ থামিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷ মৃতের ছেলে স্বীকার করেন, গলায় মশারির দড়ির ফাঁস লেগে মৃত্যু হয় ওই বৃদ্ধের৷ 
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Bongaon News: মৃতদেহের গলায় কীসের দাগ, সৎকারের আগেই সন্দেহ পুরোহিতের! বনগাঁর শ্মশানে ছুটে এল পুলিশ, দেখুন ভিডিও
advertisement
advertisement