মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরোয়া না করেই বীরভূমে পুলিশের অবাধ তোলাবাজি

Bangla Editor | News18 Bangla | 12:21:29 PM IST Dec 08, 2018

বালি চুরি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি। পুলিশ-প্রশাসনকে নজরদারির নির্দেশ। কিন্তু, রক্ষকই যে ভক্ষক! আন্ডারলোড হোক কিংবা ওভারলোড। বীরভূমের ষাট নম্বর জাতীয় সড়কে চলছে পুলিশের তোলাবাজি। টাকা দিলেই বালি গাড়ির রুট ক্লিয়ার। বৈধ কাগজ থেকেও পুলিশের 'তোলাবাজি' ।বড় গাড়ি আন্ডারলোডেড হলে ৫০০ টাকা। বড় গাড়ি ওভারলোডেড হলে ১০০০-১২০০টাকা । শুধু নলহাটি, রামপুরহাট নয়। জাতীয় সড়কে এভাবেই তোলাবাজি চালিয়ে আসছে ময়ূরেশ্বর, মোল্লারপুর থানার পুলিশও। চুরি হচ্ছে বালি। রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার। দেখুন  নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট।

লেটেস্ট ভিডিও