Raniganj: ডাকাতি করতে গিয়ে ফাঁদে ডাকাতের দল, প্রতিবেশীর ফোনে সময়ে হাজির পুলিশ

Bangla Digital Desk | News18 Bangla | 11:32:51 PM IST Feb 20, 2022

পুলিশ সময়ে আসে না। এই বদনাম বহুদিনের। তবে মাঝেমধ্যে এমন বদনাম ঘুঁচিয়ে দেয় পুলিশ নিজেই। এই যেমন এদিন রাণীগঞ্জে সময়মতো পৌঁছে ডাকাতি রুখে দিল পুলিশ। ডাকাতরা ধরা পড়ল পুলিশের জালে। একটি বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিল ডাকাতের দল। প্রতিবেশী একজন সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে দেয়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। বিপদ বুঝে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। গুলিতে দুজন আহত হন। কিন্তু ধরা পড়ে যায় ডাকাতের দল।

লেটেস্ট ভিডিও