প্লাস্টিক মিশিয়েই তৈরি হবে গ্রামের রাস্তা অবাক কাণ্ড এই জেলায়!

Last Updated : দক্ষিণবঙ্গ
প্লাস্টিক ব্যবহার রুখতে শান্তিপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগ।আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে শান্তিপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নেওয়া হল সচেতনতামূলক পদক্ষেপ। এই দিবসকে ঘিরে আজ ফুলিয়া এলাকায় প্রচার অভিযানে নেতৃত্ব দেন শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নূপেন মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন, বিডিও অফিসের অন্যান্য আধিকারিক, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। সকলে প্ল্যাকার্ড হাতে নিয়ে এলাকায় ঘুরে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রচার করেন। শান্তিপুর বিডিও অফিসের আওতায় থাকা ১০ টি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আওতায় প্লাস্টিক সংগ্রহের কাজ চলছে। বিডিও সন্দীপ ঘোষ জানান, এই প্লাস্টিক জাতীয় দ্রব্য সংগ্রহ করে তা বিশেষ কেন্দ্রে মজুদ রাখা হচ্ছে। ভবিষ্যতে এই বর্জ্য টুকরো টুকরো করে রাস্তা তৈরির কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব, তেমনি পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতির মাধ্যমে উন্নয়ন ঘটবে বলে আশাবাদী।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
প্লাস্টিক মিশিয়েই তৈরি হবে গ্রামের রাস্তা অবাক কাণ্ড এই জেলায়!
advertisement
advertisement