Tarkeshwar: শ্রাবণ মাসে তারকেশ্বরে লক্ষাধিক মানুষের ভিড় হয়। শ্রাবণের প্রতি সোমবার ভিড় হয় সবথেকে বেশি। বাবা তারকনাথের মাথায় আসেন জল ঢালতে আসেন পূণ্যার্থীরা। কিন্তু পূণ্যার্থীরা যেভাবে প্রাণের ঝুঁকি নিচ্ছে তাতে নড়েচড়ে বসল প্রশাসন।
Last Updated: Aug 05, 2024, 22:24 IST


