পাথরপ্রতিমায় দিনভর তল্লাশিতেও অধরা বাঘ! সকালের পর সন্ধেয় নতুন খাঁচা পাতল বন দফতর।বাঘ ধরতে ছাগলের টোপ বন দফতরের।শ্রীধরনগর দিন্দপাড়ায় পায়ের ছাপে আতঙ্ক।পায়ের ছাপ বাঘেরই নিশ্চিত বন দফতর।দু’দিন কেটে গেলেও বাঘ ধরা যায়নি।বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং। বাঘ আটকাতে নদীর বাঁধ বরাবর জাল
Last Updated: December 03, 2025, 15:32 IST