টানা ২১ ঘণ্টা পর আদিবাসী সংগঠনের অবরোধ উঠলেও হাওড়া ও শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিলের জেরে কাজের দিনে সকালেই চরম ভোগান্তিতে যাত্রীরা৷ অবরোধের জেরে বাতিল করা হয়েছে হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস৷ বাতিল লালমাটি এক্সপ্রেসও৷ ঘুর পথে চলছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন৷
Last Updated: September 25, 2018, 09:30 IST