Paray Shikshalaya in Birbhum: পড়ার ফাঁকে পড়ুয়াদের সঙ্গে চু-কি-কিত খেললেন বীরভূমের জেলাশাসক

Bangla Digital Desk | News18 Bangla | 10:38:23 PM IST Feb 07, 2022

পাড়ায় শিক্ষালয়ের অনুষ্ঠানে খুদে পড়ুয়াদের সাথে মাঠে খেলায় মাতলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় ।  রাজ্য সরকার ঘোষিত পাড়ায় শিক্ষালয়ের অনুষ্ঠান শুরু হয় সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাঙ্গণে। সেই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। শিশুদের মনোরঞ্জন করতে প্রাঙ্গণে আয়োজন করা হয় একাধিক গ্রামীণ খেলার। ছিল এক্কাদোক্কা, হাডুডু, কবাডি ইত্যাদি সমস্ত খেলা।(Paray Shikshalaya in Birbhum)

লেটেস্ট ভিডিও