মহিলা পাচারের অভিযোগে হাওড়া থেকে আটক ১ , উদ্ধার এক মহিলাও

Bangla Editor | News18 Bangla | 07:44:48 PM IST Jun 19, 2019

মহিলা পাচারের অভিযোগে হাওড়া থেকে আটক এক। উদ্ধার করা হয়েছে এক মহিলাকেও। বুধবার সকালে কলকাতা থেকে পুরীগামী বাস থেকে আটক করা হয় নারী পাচারে যুক্ত এক মহিলাকে। মোবাইল ট্র্যাক করে, কোনা এক্সপ্রেসের সামনে বাস দাঁড় করিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযুক্ত পাচারকারী ও উদ্ধার হওয়া মহিলাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

লেটেস্ট ভিডিও