বরাবরের ইচ্ছে ছিল একসঙ্গে চলে যাওয়ার ৷ এত বছর পর স্বামীকে ছাড়া দুর্বসহ দিন অতিবাহিত করতে হবে, এই ভয় ছিল স্ত্রীর মনে ৷ কিন্তু সেই যন্ত্রণার দিন দেখতে হল না হাবড়ার ভারতীনগর কলোনি এলাকার বাসিন্দা নিরুপমাদেবী কে (৬৩) ৷ শনিবার স্বামী মণিমোহন মণ্ডলের (৭৩) মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই মারা যান নিরুপমাদেবী ৷ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দম্পতি ৷ এত বছরের সুখী দাম্পত্যের পর শেষযাত্রাতেও ধরা রইল একে অপরের হাত ৷ তবে সেই অন্তিযাত্রা হল একটু অন্যভাবে ৷ বিয়ের সাজে সাজানো হল সদ্য মৃত দম্পতিকে ৷ একজনের পরনে নতুন ধুতি-পাঞ্জাবি, কপালে চন্দনফোঁটা, গলায় রজনীগন্ধার মালা, মাথায় টোপর। অন্যজনের পরনে লাল বেনারসি, গলায় মালা, মাথায় মুকুট। যেন নবদম্পতি। এই বেশেই মণিমোহনবাবু ও নিরুপমাদেবী কে বরণ করলেন গ্রামবাসীরা ৷ কান্নার শব্দের সঙ্গে মিলেমিশে গেল শঙ্খ আর উলু ধ্বনি ৷ পেশায় রেলকর্মী মণিমোহনের চার মেয়ে, এক ছেলে। সকলেই বিবাহিত। শুক্রবার রাতে নিউমোনিয়া নিয়ে বারাসত জেলা হাসপাতালে ভর্তি হন মণিমোহন। স্বামীর অসুস্থতা নিয়ে তখনই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন নিরুপমা। পরে তিনিও অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শনিবার সন্ধেয় মারা যান মণিমোহন ৷ গভীর রাতে মারা যান নিরুপমা ৷ মৃত্যুও বিচ্ছেদ করাতে পারেনি তাঁদের ৷ তাই শেষ যাত্রায় নবদম্পতির মতোই বরণ করা হল তাঁদের ৷ নিজস্ব চিত্র ৷