১৪ বছর বন্ধ মিড-ডে মিল, স্কুলের নতুন ভবনে জুয়া, মদের আসর

Bangla Editor | News18 Bangla | 09:30:13 PM IST Aug 29, 2019

স্কুলের মিড-ডে মিলে নুন-ভাত। হুগলির স্কুলে এই ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। এরাজ্যের একটি স্কুলে ১৪ বছর ধরে মিড-ডে মিলের বালাই-ই নেই। প্রত্যন্ত কোনও গ্রামের স্কুল নয়, পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডেই এই স্কুল। জানেন না খোদ জেলাশাসক। নিউজ18 বাংলার মাধ্যমে অভিযোগ পেয়ে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। এত বছর ধরে বঞ্চনা- সেই দায় কে নেবেন?

লেটেস্ট ভিডিও