নিউটাউনে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত রিকশা চালক সৌমিত্র রায়কে দোষী সাব্যস্ত করল বারাসাত জেলা পকসো আদালত।চলতি বছরের ৬ ফেব্রুয়ারি নিউটাউনে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় ই-রিকশা চালক সৌমিত্র রায়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে বচসার পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালিকা। দীর্ঘক্ষণ বাইরে থাকার পর রাত ১২টা নাগাদ জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা তার বাড়ি গৌরাঙ্গনগরে আসার জন্য একটি ই-রিকশায় উঠেছিল। সেই রিকশাটি ছিল সৌমিত্রর।
Last Updated: August 25, 2025, 20:48 IST