Naihati Murder: নৈহাটিতে শুটআউট! কী বললেন পুলিশ কমিশনার? দেখুন

Last Updated : দক্ষিণবঙ্গ
টোটো থেকে নামিয়ে নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে নৃশংস ভাবে হত্যা করল দুষ্কৃতীরা৷ নিহত তৃণমূল কর্মীর নাম সন্তোষ যাদব৷ এ দিন বিকেলে নৈহাটির ব্যানার্জীপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে৷ অর্জুন সিংয়ের আশ্রিত দুষ্কৃতীরাই এই খুন করেছে বলে অভিযোগ করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে৷ সন্তোষ যাদব (৩৮) নামে ওই তৃণমূল কর্মী নৈহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকায় থাকতেন৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন বিকেলে সন্তোষ টোটোয় করে বাড়ি ফিরছিলেন৷ জোড়া বাড়ি ব্যানার্জী পাড়ার কাছে টোটো থামিয়ে সন্তোষকে রাস্তায় নামায় কয়েকজন দুষ্কৃতী৷ এর পর খুব কাছ থেকে কপালে গুলি করা হয় সন্তোষকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোষের৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Naihati Murder: নৈহাটিতে শুটআউট! কী বললেন পুলিশ কমিশনার? দেখুন
advertisement
advertisement