Mysterious Lights at Frazerganj: রাতের আকাশে রহস্যময় আলো, আতঙ্ক ফ্রেজারগঞ্জে-মৌসুনি দ্বীপে! দেখুন ভিডিও

Last Updated : দক্ষিণবঙ্গ
এবার দক্ষিণ চব্বিশ পরগণার ফ্রেজারগঞ্জে রাতের আকাশে দেখা মিলল রহস্যময় আলোর৷ যদিও এই আলোগুলির উৎস কী, সে বিষয়ে  এখনও নিশ্চিত নয় পুলিশ৷ বুধবার রাতে ফ্রেজারগঞ্জে অনেকেই আকাশে এই রহস্যময় বিভিন্ন রংয়ের আলো জ্বলতে নিভতে দেখেছেন৷ ওই মুহূর্তের ভিডিও রেকর্ডিংও করে রেখেছেন অনেকে৷ ওই আলো কোনও ড্রোনের কি না, তা নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই আলোর উৎস কী তা খতিয়ে দেখা হচ্ছে৷ মঙ্গলবার রাতে কলকাতার আকাশেও একাধিক ড্রোন দেখা যায় বলে খবর৷ তার পরই ফ্রেজারগঞ্জে এই রহস্যময় আলো দেখে স্থানীয় মানুষের মনেও আতঙ্ক ছড়িয়েছে৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Mysterious Lights at Frazerganj: রাতের আকাশে রহস্যময় আলো, আতঙ্ক ফ্রেজারগঞ্জে-মৌসুনি দ্বীপে! দেখুন ভিডিও
advertisement
advertisement