Digha Sea Beach: দিব্যি জমজমাট দিঘা, হঠাৎ আকাশে বি*স্ফোর*ণ, আলোর ঝলকানি! কী হল হঠাৎ, দেখুন ভিডিও

Last Updated : দক্ষিণবঙ্গ
Digha mysterious light: ২০ আগস্ট সন্ধ্যা ছ'টার পর থেকেই দিঘার আকাশে এক রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উৎসুক উপকূলের বাসিন্দা-সহ দিঘায় আসা পর্যটকেরা মোবাইলে ক্যামেরাবন্দি করে সেই দৃশ্য। এই রহস্যময় আলোর সূত্র খুঁজতে গিয়ে দেখা যায়, অগ্নি ফাইভ মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছে। ইসরো ওড়িশার চাঁদিপুর লঞ্চ করেছে অগ্নি ফাইভ মিসাইল। আর তারই আলো দেখতে পাওয়া যায় দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায়। প্রতিরক্ষা মঞ্চকে দেওয়া বিবৃতিতে জানা যায়, "ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা ৫,০০০ কিলোমিটারেরও বেশি, যা চীনের বেশিরভাগ অংশে পৌঁছাতে সক্ষম। এই মিসাইলটি পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরণের অস্ত্র বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং উন্নত নির্ভুলতার জন্য রিং লেজার জাইরো ভিত্তিক ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম (RINS) এবং মাইক্রো নেভিগেশন সিস্টেমের (MINS) মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায়।"
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Digha Sea Beach: দিব্যি জমজমাট দিঘা, হঠাৎ আকাশে বি*স্ফোর*ণ, আলোর ঝলকানি! কী হল হঠাৎ, দেখুন ভিডিও
advertisement
advertisement