সোনার থেকেও বেশি দামি। বিশ্বের অন্যতম দামি আম মিয়াজাকি এবার চাইলে আপনি বাড়িতে লাগিয়ে ফেলতে পারেন। জাপান থেকে আসছে চারা। এবার জাপানি আমের চাষ শুরু হতে চলেছে মুর্শিদাবাদে! জানেন কি বিশ্বের সবচেয়ে দামি আম কি? উত্তর একটাই, জাপানের ‘মিয়াজাকি’ আম। শুধুমাত্র উদ্যোগ নিয়েই থেমে নেই, সেই জাপানি প্রজাতির আমচাষের পদ্ধতি-সহ যাবতীয় খুঁটিনাটি দিচ্ছেন বিক্রেতারা। এই আমের ফলন হলে লক্ষাধিক টাকা বাজার দরে বিক্রি হতে পারে বলে দাবি বিক্রেতাদের।
Last Updated: December 03, 2025, 20:35 IST