Memari: রাজমিস্ত্রি থেকে কাউন্সিলর! সুনীল মুর্মূর এখন চিন্তা, আর কি কেউ কাজ দেবে?

Bangla Digital Desk | News18 Bangla | 12:12:06 PM IST Mar 20, 2022

পেশায় রাজমিস্ত্রি। এর পর জীবন কিছুটা বদলে যায়। পুরসভা ভোটে তৃণমূলের টিকিট পেয়ে জিতেছেন ১৬ নম্বর ওয়ার্ডে। মেমারির মুর্মূ যেন নজির গড়েছেন। তবে এখন তিনি চিন্তিত। কাউন্সিলর হওয়ার পর আর কি কেউ কাজ দেবে'?  সংসার চালানো নিয়ে যথেষ্ট মাথা ব্যথা তাঁর।

লেটেস্ট ভিডিও