৩৫ টাকার লটারির টিকিটেই ভাগ্যের চাকা বদলে গেল ফুটবল খেলোয়াড়ের। এক টিকিটেই মিলল এক কোটি। স্বভাবতই আনন্দে আত্মহারা ওই যুবক। পুরুলিয়ার তেলকল পাড়ার বাসিন্দা সিবাস মাহাতো। বয়স ২৭ বছর। মা, বাবা, দাদা, বৌদি, স্ত্রী ও আট মাসের কন্যা সন্তান নিয়ে তাঁর সংসার। একটা সময় বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তবে বর্তমানে তাঁর নেশা ও পেশা দুই ফুটবল খেলা। তার মাঝে আরও একটি শখ রয়েছে তাঁর। তা হল প্রত্যেকদিন লটারির টিকিট কাটা। নিয়ম করে বিগত পাঁচ বছর ধরে তিনি লটারির টিকিট কাটছেন।
Last Updated: Nov 25, 2025, 16:58 IST


