Durga Puja 2021: মহিষাদল রাজবাড়ি জুড়ে ভাঙা-গড়ার খেলা, দুর্গামন্দিরে রূপ পাচ্ছেন মৃন্ময়ী

Bangla Digital Desk | News18 Bangla | 01:00:58 AM IST Sep 27, 2021

মহিষাদল রাজবাড়ি জুড়ে ভাঙা-গড়ার খেলা। একদিকে ভেঙে পড়ছে রাজবাড়ির বিভিন্ন অংশ। ভেঙে পড়ছে ছাদ, খিলানের অংশ। রাজবাড়ির বিভিন্ন অংশ ভেঙে ইট বেরিয়ে পড়েছে। তবে তারই মাঝে যেন উমার আসার প্রহর গুনছে সবাই। দুর্গামন্দিরে রূপ পাচ্ছে মৃন্ময়ী। শিল্পীর হাতে সেজে উঠছে দুর্গা প্রতিমা। ২৪৭ বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে মহিষাদল রাজবাড়ি।  বহু ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ি। তবে কালের নিয়মে এখন সেই রাজবাড়ির জীর্ণ দশা। এখন অবশ্য সংস্কারের কাজও চলছে। আর এসবের মাঝেই এখন সেখানে পুজো পুজো রব।

লেটেস্ট ভিডিও