corona virus btn
corona virus btn
Loading

কেষ্টপুর খালের ওপর বেইলি ব্রিজের মাধ্যেমে লেকটাউনের সঙ্গে জুড়ছে সল্টলেক

Bangla Editor | News18 Bangla | 09:36:00 PM IST Sep 27, 2019

কেষ্টপুর খালের ওপর বেইলি ব্রিজের মাধ্যেমে লেকটাউনের সঙ্গে জুড়ছে সল্টলেক। ব্রিজ তৈরির কাজ শেষের পথে। কোলকাতা পুরসভার হাতে তুলে দেওয়া হবে ব্রিজটি। মাত্র দশ-বারো দিনের মধ্যেই ব্রিজটি তৈরি করেছে জিআরএসই। প্রায় ১০০ টন ওজন বহন করতে সক্ষম এই ব্রিজ, মেয়াদ প্রায় ৪০-৫০ বছর। উল্টোডাঙা ব্রিজে ফাটল ধরার পর এই ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা।

লেটেস্ট ভিডিও