School Teacher Fighting Incident: স্কুলে মারামারি! অনুতপ্ত কৃষ্ণনগরের স্কুলের সেই প্রধান শিক্ষক, তবে বেপাত্তা ভূগোলের শিক্ষক

Bangla Digital Desk | News18 Bangla | 12:13:37 AM IST Feb 05, 2022

বুধবার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বনাম ভুগোল শিক্ষক তুমুল মারামারি হয়েছিল। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার স্কুলের সামনে প্রাক্তনীদের বিক্ষোভ হয়েছিল। আর শুক্রবার সরস্বতী পুজোর প্রস্তুতিতে হাজির প্রধান শিক্ষক। তবে বেপাত্তা ভুগোলর মাস্টারমশাই। প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলে মারামারির ঘটনায় তিনি অনুতপ্ত। এমন ঘটনার নিন্দা করেছিলেন অনেকে। স্কুলের প্রধান শিক্ষকের সহনশীল হওয়া উচিত ছিল বলে জানিয়েছিলেন অনেকে।

লেটেস্ট ভিডিও