মুর্শিদাবাদ জেলা নবাবের জেলা হলেও জেলাতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির। মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত প্রাচীন মন্দির কিরীটেশ্বরী। মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণাকালী ধ্যানে পূজিতা। বর্তমানে পৌষ মাস উপলক্ষে চলছে বিশাল মেলা। পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। বিভিন্ন ছোট ছোট খাবারের ষ্টলের পাশাপাশি বসছে বেশ কিছু দোকান। শনিবার ও মঙ্গলবার পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন । প্রত্যেক নিশি রাতেই মায়ের পুজো হয় এই মন্দিরে। কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্য বহু মত প্রচলিত আছে। প্রাচীন ইতিহাস অনুসারে এর নাম ছিল কিরীটকণা। তাই কেউ বলেন এখনে সতীর মুকুটের কণা পড়েছিল, আবার কেউ বলেন ললাট বা কপাল।
Last Updated: Jan 06, 2026, 20:53 IST


