দশই এপ্রিল কাটোয়া পুরসভার কর্মচারী দেবাশিস ঘোষকে লোকসভা নির্বাচনের থার্ড পোলিং অফিসার পদে নিয়োগ পত্র পাঠায় জেলা নির্বাচন আধিকারিক। কাটোয়া পুরসভার পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় বারোই মার্চ দেবাশিস ঘোষের মৃত্যু হয়েছে। পুরসভার চিঠি ষোলোই এপ্রিল রিসিভ করার পরও নির্বাচন দফতর থেকে ভোটের ডিউটি দেওয়া হয় দেবাশিস ঘোষকে। নির্বাচন মিটে যাওয়ার পরই আসতে থাকে একের পর এক শোকজ নোটিস।
Last Updated: July 24, 2019, 16:32 IST