ঝাড়গ্রাম শহরের এক প্রান্তে ঘন জঙ্গলের মধ্যে তৈরি কর্মতীর্থ আড়াই বছর পরও বন্ধ। তালা ঝুলছে তিন-চার কোটি টাকা খরচে তৈরি ঝাঁ চকচকে দোতলা বিল্ডিংয়ে। জঙ্গলমহলের হাতির আতঙ্কে দিনেও এ পথ এড়িয়ে চলেন স্থানীয়রা। সরকারের ভুল সিদ্ধান্তেই বন্ধ কর্মতীর্থ। দাবি স্থানীয়দের।
Last Updated: October 20, 2019, 14:27 IST