কাঁকিনাড়ায় খুন বিজেপি কর্মী, তাঁকে লক্ষ্য করে বোমা-গুলি

Bangla Editor | News18 Bangla | 09:11:47 PM IST May 27, 2019

কাঁকিনাড়ায় খুন বিজেপি কর্মী , নিহত যুবকের নাম চন্দন সাউ ৷ চন্দন খুনে গ্রেফতার ২, ধৃত দম্পতি বন্দনা ও আশিস সাউ ৷ খুনের আগে চন্দনের মোবাইলে ফোন,  বন্দনা ও আশিস সাউ ফোন করে ৷ কললিস্ট খতিয়ে দেখে গ্রেফতার দম্পতি ৷ গতরাতে মাঠে বন্ধুদের সঙ্গে ছিলেন চন্দন ৷  তাঁকে লক্ষ করে বোমা-গুলি হাসপাতালে চন্দনকে মৃত ঘোষণা ৷

লেটেস্ট ভিডিও