ইসকন মায়াপুর মন্দিরে পোষা হাতির আক্রমণে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক মাহুতের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অপর এক মাহুত। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নদিয়ার ইসকন মায়াপুরে। মৃত মাহুতের নাম সমুদ্র রাভা (২৭)। বাড়ি অসমের কামরূপে।এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় মায়াপুর মন্দির প্রাঙ্গনে। এ প্রসঙ্গে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ জানান, সরকারি সব নিয়মকানুন মেনে প্রায় ২০ বছর ধরে লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া নামের দুটি হাতিকে মায়াপুর ইসকন মন্দিরে পোষা হচ্ছে। এদের মধ্যে একটি হাতির বয়স আনুমানিক ২৭ ও অপরটির ৩০ বছর।
Last Updated: April 07, 2024, 17:59 IST