Ant Chutney: বেশ কয়েকদিন হল জাঁকিয়ে শীত পড়েছে জঙ্গলমহলে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসছে হাট। সবজি থেকে শুরু করে মশলা, জামা কাপড়, মুখরোচক খাবার, লাল পিঁপড়ের চাটনি বিক্রি হচ্ছে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায়।