Digha: দিঘা আসা পর্যটকদের জন্য আরও একটি সুখবর। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত শুরু হয়েছে এই কাজ। দ্রুতই এই কাজ শেষ হবে বলে জানা যায়। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা আগামী দিনে শুধু সমুদ্রকেন্দ্রিক পর্যটনকেন্দ্র নয়, বরং বদলে যাবে ধর্মীয় স্থান হিসেবে। যার অন্যতম কারণ দিঘায় প্রায় নির্মাণ কার্য শেষ হতে চলা জগন্নাথ মন্দির।
Last Updated: January 29, 2025, 23:25 IST