সামশেরগঞ্জের বাসিন্দা মাধুরী সরকার। ভয়াবহ গঙ্গা ভাঙনের জেরে নিজের সম্বল টুকু বের করতে পারেননি। ফলে তলিয়ে গিয়েছে বাড়ি। ঠিক তেমনই আসবাবপত্র। চোখের সামনে তলিয়ে যাবে এই ভাবে ঘর বাড়ি কখনো বুঝে উঠতে পারেন না কেও। মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত সমস্যা হল গঙ্গা ভাঙন ।সামশেরগঞ্জে উত্তর চাচন্ড এলাকায় লাগাতার ভাঙন এখনও অব্যাহত। কবে এই ভাঙন থেকে মুক্তি মিলবে তা জানেন না গ্রামের বাসিন্দারা। গত কয়েকদিন থেকেই সামশেরগঞ্জের বেশ কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় । বাঁধে ফাটল ধরে জল ঢোকে গ্রামগুলিতে। এরই মাঝে ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Last Updated: Aug 14, 2025, 12:53 IST


