Bangla News: পুলিশ সেজে দাদাগিরি, চোর সন্দেহে চন্দননগরে বেধড়ক মার ২ যুবককে

Bangla Digital Desk | News18 Bangla | 01:32:38 AM IST Nov 17, 2021

রবীন্দ্র সদনের পর এবার চন্দননগর। ফের অমানবিকতার ছবি। পুলিশ সেজে দাদাগিরি।  মোবাইল চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক মারধর। লাঠি দিয়েই মারধর। নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ। প্রথমে উপস্থিত জনতা ভেবেছিল, ওই দুই যুবক আসলে সিভিক ভলেন্টিয়ার। কিন্তু পরে দেখা গেল, তারা আসলে বেসরকারি নিরাপত্তারক্ষী। একজন যুবক মারলেন বেধরক লাঠির বাড়ি। আরেকজন বুট দিয়ে নির্বিচারে লাথি। দেখুন ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি News18 Bangla।

লেটেস্ট ভিডিও