#EgiyeBangla: পথসাথীতে স্বনির্ভর, সংসারে আয় বাড়ছে মহিলাদের– News18 Bengali

#EgiyeBangla: পথসাথীতে স্বনির্ভর, সংসারে আয় বাড়ছে মহিলাদের

11:40:50 AM IST Feb 11, 2019 | News18 Bangla
  • শুধু ঘরের কাজে আটকে না থেকে মহিলারাও হবেন স্বনির্ভর। সেই লক্ষ্যেই মহিলাদের বিভিন্নভাবে সাহায্য করেছে রাজ্য সরকার। মুর্শিদাবাদের ডোমকলে জলঙ্গি রাজ্য সড়কের ধারে তৈরি হয়েছে পথ সাথী। থাকা ও খাওয়ার সুবিধা পাচ্ছেন পথচলতিরা। আর পথসাথীতে রান্নাবান্না করছেন মহিলারা। আয় বাড়ছে তাঁদের সংসারে। মুর্শিদাবাদের ডোমকলে জলঙ্গি রাজ্য সড়কের ধারে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে পান্থনিবাস। নাম পথসাথী। পথচলতি মানুষের মনোরম পরিবেশে থাকা ও খাওয়ার ব্যবস্থা করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।  দু'বছর আগে শুরু হওয়া এই পান্থনিবাসে কম খরচেই মিলছে বিভিন্ন খাবার। আর রান্না-বান্নার দায়িত্বে মহিলারা। রান্না ছাড়াও পথসাথীর দেখভালের দায়িত্বেও আছেন তাঁরা। বাইরে থেকে কিনতে হচ্ছে না বেগুন, আলু, টমেটো, শিম-সহ বিভিন্ন সব্জি।   পথসাথীর বাইরের বাগানে সবজিও ফলাচ্ছেন মহিলারা। রান্নায় লাগছে সেই সব্জিই।

লেটেস্ট ভিডিও