#EgiyeBangla: অপরাধ রুখতে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি, উদ্যোগী ডায়মন্ডহারবার পুলিশ প্রশাসন

Bangla Editor | News18 Bangla | 11:06:02 AM IST Aug 29, 2018

ডায়মন্ডহারবার পুলিশ জেলার প্রতি রাস্তায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। বিষ্ণুপুরে তৈরি হয়েছে সিসিটিভির কন্ট্রোল রুম।  মোট খরচ হয়েছে চার কোটি টাকা।  ফুটেজ থেকে অপরাধীদের চিহ্নিত করতে যেমন সুবিধা হবে। তেমনই সিসিটিভির নজরদারি চললে সতর্ক হবে দুষ্কৃতীরাও। অপরাধপ্রবণতা কমানো যাবে বলেই মনে করছে প্রশাসন।

লেটেস্ট ভিডিও