পূর্ব মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর হলদিয়া। বর্তমানে দেশ-বিদেশের বাণিজ্যে হলদিয়া বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই হলদিয়া বন্দরে রূপকারকে ভুলতে বসেছে মানুষ। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী পরবর্তীতে সাংসদ এই মানুষের জীবন কাহিনী জানুন। হলদিয়া বন্দর গড়ে ওঠার পিছনে যার অবদান সব থেকে বেশি, তিনি একাধারে স্বাধীনতা সংগ্রামী এবং পরে তমলুক লোকসভার সাংসদ। তাঁর নাম সতীশচন্দ্র সামন্ত।
Last Updated: Dec 15, 2025, 20:58 IST


