বানভাসি বাংলায় এবার DVC জল ছাড়তেই যা ঘটল...! কোন কোন এলাকা নিয়ে ভয়?

Last Updated : দক্ষিণবঙ্গ
ডিভিসি-র জল ছাড়ায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে. মুখ্যসচিব নবান্ন থেকে জরুরি বৈঠক ডাকলেন। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দফতরের সচিবরা থাকবেন। ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)-র একাধিক জলাধার থেকে লাগাতার জল ছাড়ায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাক-বর্ষা ও বর্ষার শুরুতেই অতিরিক্ত জলপ্রবাহের জেরে বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ফলে রাজ্যের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়ার একাধিক অংশ ইতিমধ্যেই জলমগ্ন। বহু গ্রাম ও নীচু এলাকা প্লাবিত। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার একাধিক অংশে নতুন করে জল ঢোকার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই জটিল পরিস্থিতির মোকাবিলায় আজ বিকেল পাঁচটায় নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব। বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদের ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সেইসঙ্গে থাকবেন সেচ, বিপর্যয় মোকাবিলা, জনস্বাস্থ্য, নগরোন্নয়ন, কৃষি ও পরিবহণ সহ একাধিক দফতরের সচিবরা।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
বানভাসি বাংলায় এবার DVC জল ছাড়তেই যা ঘটল...! কোন কোন এলাকা নিয়ে ভয়?
advertisement
advertisement