Durgapur Case Update: যে বন্ধুর আগলে রাখার কথা ছিল। সেই বন্ধুই কি ধর্ষক? দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে জালে নির্যাতিতারই বন্ধু। যে বন্ধুর সঙ্গে ঘটনার দিন ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন নির্যাতিতা। ধৃত ওয়াসেফ আলির ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতার বন্ধুর বিরুদ্ধে গণধর্ষণ ও একাধিক ধারায় মামলা। ধর্ষণ, জোর করে আটকে রাখা, ছিনতাইয়ের ধারাও রয়েছে।
Last Updated: October 15, 2025, 20:13 IST