ষষ্ঠীতে শিউলি। সপ্তমীতে সমুদ্র। অষ্টমীতে বনপলাশীর পদাবলী। নবমীতে নীল নির্জনে। দশমীতে সিঁদুরে-বিদায় । বাংলার তাঁতের শাড়িতে রঙের রূপকথা। তাঁতের শাড়ির বাড়ি শান্তিপুরে এবার তাঁতের বাজার জমজমাট। পুজোর পাতায় তাঁতের শাড়ি। বোধন থেকে অঞ্জলি তাঁতের শাড়ি। বাংলার কৃষ্টি সংস্কৃতির গোপন কথা তাঁতের শাড়ি। নদিয়ার শান্তিপুরেই তাঁতের বাড়ি। এখান থেকেই দেশ বিদেশ সফর। গত কয়েক বছরে করোনার কোপে সবেতেই মন্দা। শান্তিপুরের তাঁতের শাড়িতেও লেগেছে করোনা মন্দার আঁচ। প্রায় আড়াই বছরের মন্দা কাটিয়ে আবার শান্তিপুর সরগরম। তাঁতের শাড়ির বাজার তুঙ্গে। শান্তিপুরের তাঁতের শাড়ির পাইকারি ব্যবসায়ীদের থেকে শাড়ি কেনেন কলকাতার অনেক খুচরা শাড়ি ব্যবসায়ী। প্রতিযোগিতার বাজারে তাঁতের শাড়ির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সুরাটের শাড়ি। তাঁতের শাড়ির থেকে দাম কিছুটা কম। সুরাট বনাম শান্তিপুরের লড়াই জমজমাট। পুজো আসছে। দোকানে দোকানে ভিড়। পুজোর রঙে রঙিন শান্তিপুর। তাঁতের শাড়ির রঙে ঝলমলে শান্তিপুর।
Last Updated: September 17, 2025, 20:17 IST