বেনারস যা বারাণসী নামটার মধ্যে একটা আলাদা শ্রদ্ধা ভক্তি ও পুরোনো ঐতিহ্য জড়িয়ে রয়েছে। এই নামটা বললেই অনেকের মনে যাওয়ার ইচ্ছা জাগে বেনারস বা বারাণসী ঘুরতে। কিন্তু অনেক সময় হয়তো সময়ের অভাবে হোক বা অন্যান্য কারণে যাওয়া হয়ে উঠে না। তবে সেই বেনারসের ঐতিহ্যমণ্ডিত গঙ্গা আরতি যদি চোখের সামনে দেখা যায় এবং গঙ্গার ধারা যদি হাতের নাগালে পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয়? নিশ্চয়ই ভাল লাগবে। এবার সেটাই পাবেন পশ্চিম বর্ধমান জেলার এই পুজো মণ্ডপে।
Last Updated: August 25, 2025, 20:25 IST