সমুদ্র মানেই অবসর, আনন্দ আর প্রকৃতির সান্নিধ্যে ভেসে থাকার সুখ। তাই ছুটি পেলেই পর্যটকেরা ছুটে আসেন দিঘার বুকে। পুরনো দিঘার পরিচিত সী বিচগুলির পাশাপাশি সাম্প্রতিক বছরগুলিতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে শী হক গোলাঘাট সী বিচ।
Last Updated: August 18, 2025, 15:04 IST