দিঘার আকাশে ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। আগামী ১৬ আগস্ট, প্রথমবারের মত দিঘা জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন। ভক্তদের কাছে এই দিনটি এক বিরল সুযোগ, কারণ আয়োজন হবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা ভক্তিমূলক অনুষ্ঠানমালার। সাধারণত প্রতিদিন রাত ন'টার মধ্যেই মন্দিরের দরজা বন্ধ হয়, কিন্তু জন্মাষ্টমীর শুভলগ্নে রাত সাড়ে ১২টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। ভোর ছ'টা থেকেই শুরু হবে দর্শনার্থীদের প্রবেশ, আর সকল পর্যটক ও ভক্ত মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা যেন নির্বিঘ্নে দর্শন করতে পারেন, তার জন্য আয়োজনের প্রতিটি ধাপে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
Last Updated: Aug 14, 2025, 13:11 IST


