দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে শুধু দিঘার অর্থনীতিই বদলায়নি, বদলাচ্ছে কর্মসংস্থানের ছবিও। মন্দিরকে কেন্দ্র করে যেমন পর্যটকদের ভিড় বাড়ছে, তেমনই দিঘা ও পার্শ্ববর্তী এলাকায় তৈরি হচ্ছে নতুন নতুন আয়ের সুযোগ। সেই সুযোগ ধরেই ভিনরাজ্য থেকেও বহু শিল্পী দিঘায় এসে রুজি রোজগার শুরু করেছেন। তাদের মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছেন রাজস্থানের যুবক সোহনলাল রাঠোর। সোহনলালের হাতে যেন জাদু রয়েছে। তার হাতের ছোঁয়া মাত্রই তৈরি হয়ে হচ্ছে নানা রকম মনকাড়া মূর্তি। দিঘা-এগরা রাস্তার ধারে বসেই তিনি প্রতিদিন তৈরি করছেন রাধা-কৃষ্ণ থেকে জগন্নাথ দেব নানা দেবদেবীর মূর্তি।
Last Updated: December 03, 2025, 20:41 IST