টাকা চেয়ে জেল থেকে মক্কেলের ফোন পেলেন বনগাঁ আদালতের এক আইনজীবী। দীপাঞ্জয় দত্ত নামে ওই আইনজীবীর অভিযোগ, চলতি মাসে দমদম সেন্ট্রাল জেল থেকে তাঁর মক্কেল সঞ্জয় বোস একটি নম্বর থেকে তাঁকে ফোন করে টাকা চান।